খোকসা প্রতিনিধি: ১৪ই মার্চ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় খোকসা থানাধীন জানিপুর ইউনিয়নের একতারপুর বাজারে বিদ্যুৎ শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে তিনটি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো: নাজমুল হোসেনের মুদির দোকানে বিদ্যুৎ শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা দেখতে পেয়ে অবিলম্বে খোকসা উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনটি দোকান মালিক, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ যথাক্রমে: মো: নাজমুল হোসেন (৩৫), পিতা-মোহাম্মদ আলী, একতারপুর, খোকসা, কুষ্টিয়া। তার মুদির দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লক্ষ টাকা। অবনী মোহন বিশ্বাস (৬৩), পিতা-মৃত অনিল কুমার বিশ্বাস, বহরমপুর, খোকসা, কুষ্টিয়া। তার ঔষধের দোকানে ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা। স্বরজিত বিশ্বাস (৬৫), পিতা-মৃত মঙ্গল চন্দ্র বিশ্বাস, ঈশ্বরদী, খোকসা, কুষ্টিয়া। তার সেলুনের দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ হাজার টাকা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন। স্থানীয়রা এবং বিত্তবানরা ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিপূরণের জন্য প্রশাসনের কাছে সহায়তার দাবি জানিয়েছেন।