মো: আতিকুজ্জামান দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় এক ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে। এঘটনায় (৫৫) বছর বয়সী সাহাজুল ফকির নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে দেখে ফেলেন। এ সময় সাহাজুল দ্রুত পালিয়ে যান।এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে। পরে শিশুটির বাবা রাতেই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে এবং শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়। স্থানীয় একাধিক জনের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত সাহাজুল পেশায় রাজমিস্ত্রি। শিশুর বাড়ির পাশে মেছের ফকিরের আস্তানায় নিয়মিত গাঁজা সেবন করতে যায় । গত কয়েকদিন ধরে এ মেছের ফকির বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে ঘটনাটি জানাজানি হয়। এ বিষয়ে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটি আদালতে জবান বন্দি দিয়েছে।