খোকসা কুষ্টিয়াঃ খোকসা পৌরসভার উন্নয়নে পরিশ্রম করে চলেছেন একজন নিরহংকার,জনদরদী নেতা নাহিদ জামান নাহিদ। পৌরবাসীর সুখ-দুঃখে তিনি পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। সম্প্রতি তার কিছু উদ্যোগ খোকসার মানুষকে নতুন করে আশার আলো দেখাচ্ছে।
কমলাপুর মিয়াপাড়া বায়তুল মুকাদ্দাস ইসলামিক মিশন স্কুল উদ্বোধন, শিক্ষাবিস্তারে অনন্য ভূমিকা রেখে তিনি স্কুলটির সম্পূর্ণ টিন সরবরাহ করেন, যাতে এলাকার শিশুদের জন্য পড়াশোনার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়।
পাতেলডাঙ্গী ১ নং ওয়ার্ডের বায়তুল মুকাদ্দাস মসজিদ উন্নয়নে সহযোগিতা ও মুসল্লিদের আরামের জন্য তিনি মসজিদের সংস্কারের কাজে নিজ অর্থায়নে পুরো টিন সরবরাহ করেন, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
পৌরসভা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা, মোঃ আব্দুল্লাহ বলেন, নাহিদ ভাই স্কুল করে দিয়ে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার ব্যবস্থা করেছেন। উনি আমাদের অভিভাবক হয়ে পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও পাতেলডাঙ্গী এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, মসজিদের কাজ বন্ধ হয়ে গেছিল। কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। নাহিদ ভাই নিজের টাকায় টিন দিলেন। আল্লাহ ওনাকে ভালো রাখুক। এমন মানুষই চাই খোকসায়।
খোকসা পৌরসভার মানুষ অনেকেই বলছেন, আমাদের এমন নেতাই দরকার, যিনি নিজের স্বার্থ নয়, জনগণের স্বার্থ দেখেন।
নাহিদ জামান নাহিদ ভাইয়ের এসব উদ্যোগ প্রমাণ করেছে, তিনি শুধু উন্নয়ন করছেন না, মানুষের হৃদয়েও জায়গা করে নিচ্ছে।
নাহিদ জামান নাহিদ সাংবাদিকদের বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, আমি এলাকাবাসীর পাশে দাঁড়াতে চাই। জনগণ যদি মনে করে, আমি তাদের সেবা করার যোগ্য, তবে আমি সবসময় তাদের পাশে থাকব। খোকসা পৌরসভার উন্নয়ন আর জনগণের কল্যাণই আমার একমাত্র লক্ষ্য।”