প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫ । ২:১৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ মে ২০২৫

সিলেট সীমান্তে ভারতের ৩ জেলায় কারফিউ জারি

অনলাইন ডেক্স

অনলাইন ডেক্সঃ সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যের তিনটি জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে সেদেশের প্রশাসন। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ মে) মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলস জেলা প্রশাসন পৃথক আদেশে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দেয়। সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে যেগুলো এখনো বেড়াবিহীন, সেসব স্থানে এই কারফিউ কার্যকর করা হয়েছে।

শনিবার (১০ মে) সকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের পাঠানো আদেশের অনুলিপি সিলেট জেলা প্রশাসনের হাতে এসেছে। তিনি বলেন, সিলেটের গোয়াইনঘাট সীমান্তসংলগ্ন জৈন্তিয়া হিলস জেলার প্রশাসন রাত্রিকালীন কারফিউ জারি করেছে। এটি তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিজিবি (৪৮ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকও। তিনি জানান, কারফিউ জারির বিষয়টি অবহিত করা হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশ আরস্থির স্বাক্ষরিত আদেশে বলা হয়, “আন্তর্জাতিক সীমান্তের বড় অংশ এখনো বেড়াহীন। ফলে চোরাকারবারি, সন্ত্রাসী গোষ্ঠী এবং অবৈধ অনুপ্রবেশকারীদের তৎপরতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতের আঁধারে এসব অপতৎপরতা বেড়ে যেতে পারে। তাই ৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ মিটার ভেতরে কারফিউ বলবৎ থাকবে। এদিকে ভারতীয় গণমাধ্যম শিলং টাইমস জানায়, মেঘালয় সরকার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইস্ট খাসি হিলস, ওয়েস্ট জয়ন্তিয়া হিলস এবং ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় রাতের কারফিউ জারি করেছে। সীমান্তের নানা স্থানে এখনো কাঁটাতারের বেড়া না থাকায় সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে তারা জানিয়েছে।

প্রকাশাক ও সম্পাদক : সোহেল রানা। ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদ হাসান, মোবাইল : ০১৭১৪ ৫৯৮০৮০ ।। ঠিকানা: ৩৬/১ মাহাতাব উদ্দিন সড়ক কোটপাড়া কুষ্টিয়া।

প্রিন্ট করুন