প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫ । ২:২৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ মে ২০২৫

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি চলমান

অনলাইন ডেক্স

অনলাইন ডেক্সঃ রাজধানীর শাহবাগে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। সম্প্রতি অনুষ্ঠিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পতন হওয়া ‘ফ্যাসিস্ট’ দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে এই কর্মসূচি চলছে বিক্ষোভকারীরা ‘ব্যান্ড ব্যান্ড, আওয়ামী লীগ ব্যান্ড’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগানে মুখর শাহবাগ মোড়। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই আন্দোলনে অংশগ্রহণকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাতেও সেখানেই কাটান। শনিবার সকালেও তাদের অনেকে রাস্তার ওপর বিশ্রাম নিতে দেখা গেছে। ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের চারদিকের সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে শুক্রবারের মতো আজও রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

আন্দোলনের সূচনা ঘটে শুক্রবার বিকাল পৌনে ৫টায়। তার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়সংলগ্ন একটি মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলনের ডাক দেন। তিনি আন্দোলনকারীদের শাহবাগ অবরোধের আহ্বান জানান এবং আন্দোলনকারীরা বিকাল ৪টা ৪৫ মিনিটে মিছিল সহকারে শাহবাগে অবস্থান শুরু করেন। রাত ১১টায় হাসনাত আবদুল্লাহ নতুন কর্মসূচি ঘোষণা করেন—শনিবার বিকাল ৩টায় গণজমায়েত এবং টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা।

প্রকাশাক ও সম্পাদক : সোহেল রানা। ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদ হাসান, মোবাইল : ০১৭১৪ ৫৯৮০৮০ ।। ঠিকানা: ৩৬/১ মাহাতাব উদ্দিন সড়ক কোটপাড়া কুষ্টিয়া।

প্রিন্ট করুন