দৌলতপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী এ ওরিশেন্টেশন চলে।
রিফাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা গাল গাইড এসোসিয়েশনের সভানেত্রী
হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিএস মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াকুব আলী, নাসির উদ্দিন বিশ্বাস বালিকা স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে উপজেলার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসার ৬০ জন শিক্ষিকা ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।