ভেড়ামারা প্রতিনিধিঃ কুষ্টিয়া ভেড়ামারা এসএসসি ব্যাচ ৯২ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুক্রবার ষোল দাগ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম ফ্রি হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে উক্ত ক্যাম্প বিকেল চারটা পর্যন্ত চলে।
ব্যাচ ৯২ স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি শিশু বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলামের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ও বাহিরচর ইউনিয়ন কল্যান ফাউন্ডেশন ঢাকার মহাসচিব প্রকৌশলী আশরাফুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং রোগীদের বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। রোগীরা বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
ডাঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের এসএসসি ৯২ ব্যাচের উদ্যোগে পঞ্চম বারের মতো হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন মানুষের পাশে থাকতে পেরে নিজেকে একজন সার্থক ডাক্তার বলে মনে করছি। এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ যাতে অব্যাহত থাকে আমাদের সংগঠনকে সে প্রক্রিয়ায় আমি নিয়ে যাবো ইনশাল্লাহ।