কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালী যদুবয়রা ইউনিয়নে চাঁদার টাকা না পাওয়ায় মাংস বিক্রেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত (৫ মার্চ) সন্ধ্যার দিকে যদুবয়রা ইউনিয়নের ‘জয়বাংলা’ বাজারে এই ঘটনা ঘটে।
হামলায় আলিমুদ্দিন শেখ (৪৭) আহত হয়ে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় ( ৬) মার্চ রাতে কুমারখালী থানার একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে সবুজ হোসেন( ৩০)।
অভিযোগ পত্র থেকে জানা যায়, জোতপাড়া গ্ৰামের ওলে মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪৫) চাঁদার টাকা না পেয়ে এই হামলা চালিয়েছে, এমন অভিযোগ উঠেছে।
আহতদের ছেলে মোঃ সুজন হোসেন বলেন , আমার বাবা একজন মাংস ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত আমার পিতা, যদুবয়রা ইউনিয়নে জয় বাংলা বাজারে মাংসের ব্যবসা করে জীবিকা নির্বাহ করিয়া থাকে। গত ৫ মার্চ আমার পিতা জয়বাংলা বাজারে আশরাফুলের চায়ের দোকানে বসে ইফতার করিতেছিল। হঠাৎ করে আশরাফুলের চায়ের দোকানে বাবলু এসে। আমার পিতার নিকট (পাঁচ হাজার) টাকা চাঁদা দাবি করে। আমার পিতা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে। বাবলু আমার পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
আমার পিতা বাবলু কে গালিগালাজ করিতে নিষেধ করিলে, বাবলুর হাতে থাকা লোহার রড দিয়া আমার পিতার মাথায় আঘাত করিলে, উক্ত আঘাত আমার পিতা বাম হাতে লেগে হাত ভেঙে যায় এবং আমার পিতার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারী আঘাত করে কালশিরা রক্তাক্ত ফোলা জখম করে। এই ঘটনায় কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত বাবলুর সঙ্গে যোগাযোগ করা করা হলে, তাকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , সোলাইমান শেখ বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।