নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ,নৃত্য ও আবৃতি বিভাগ এর আয়োজনে দেশব্যাপী তারুণ্য উৎসব ২০২৫ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো বিশেষ নৃত্যানুষ্ঠান । বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বিশেষ নৃত্য দল এবং কুষ্টিয়ার সকল নৃত্য একাডেমির পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্যনুষ্ঠান উপভোগ করেন কুষ্টিয়ার দর্শক । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াদুদ (অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুষ্টিয়া) সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আতোয়ার রহমান (অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া) অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কালচারাল অফিসার সুজন রহমান।উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন “পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই কেননা সাংস্কৃতিক চর্চায় কোমলমতি শিশুদের মধ্যে বিতর্কিত এবং অসামাজিক কোন চিন্তা-ভাবনা ঢুকতে পারে না” তাই এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখতে হবে। উপস্থিত দর্শকরা মনোমুগ্ধকর নৃতানুষ্ঠান উপভোগ করে বলেন, এমন অনুষ্ঠান হলে খুবই ভালো হয় আমরা স্ব-পরিবারে বিনোদনের শিল্পকলায় আসতে পারি ।