নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর কবরস্থান থেকে দুইটি লাশ চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কবরস্থান থেকে লাশ দুটি চুরি করে নিয়ে যায়। সকালে কবরস্থান পরিদর্শনে গিয়ে এলাকাবাসী বিষয়টি বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করেন।
এ ঘটনায় চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, “এ ধরনের ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”
এদিকে, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, লাশ চুরির এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবিতে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।