চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার
জীবননগরের গয়েশপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে আসামি বিহীন ৯৮ বোতল ভারতীয় মদ ও উথলীর সিংনগর থেকে ১৩ কেজি গাজা উদ্ধার করেছে।
বুধবার বিকালে মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ানের বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানায়।মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ান বিজিবি বুধবার দুপুরে মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ান বিজিবি এর অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/৫ এস হইতে আনুমানিক ২০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর উত্তর পাড়া গ্রামের আম বাগানের ভিতর হতে নাঃ সুবেঃ মোঃ আলী হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন১লাখ ৪৭ হাজার টাকার ৯৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে অত্র ব্যাটেলিয়নের মাদক স্টোরে জমা করা হয়েছে। একই দিন দুপুর আড়াইটার দিকে মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ান বিজিবি অধীনস্থ উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেনই পিলার – ৭৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের মাঠের মধ্য হতে হাবিলদার মোঃ শাহানুর আলম এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৫ হাজার ৫ শ টাকার ১৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে অত্র ব্যাটেলিয়নের মাদক স্টোরে জমা করা হয়।