কুমারখালী প্রতিনিধি :কুষ্টিয়ার কুমারখালীতে আঞ্জুমান মায়া (২০)নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি স্বামী আসিফ শেখের জন্মদিন উদযাপনের রাতেই নিখোঁজ হয় তার স্ত্রী রাতে বিভিন্ন যায়গায় খোজাখুজি করে না পেলে সকালে পদ্মা নদীতে জেলের জালে লাশ ভেসে উঠে পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কুমারখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত ওই গৃহবধু কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায়। শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া ফকিরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হলে আজ শনিবার (১ মার্চ) সকালে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।গৃহবধুর পরিবারের অভিযোগ ব্যবসায় টাকা না দেয়ার জন্য তাদের মেয়েকে পদ্মায় নিয়ে গলাটিপে হত্যা করা হয়েছে। এঘটনার সুষ্ঠু বিচার চান নিহতের পরিবার।এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ জানান,সংবাদ পেয়ে পদ্মা নদী থেকে আঞ্জুমান মায়া নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।