দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ রিপন আলী (৩৮) নামে একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে ভারত থেকে মাদক পাচার করার সময় সীমান্ত পিলার ১৪৭/৩-আর ও ১৪৭/৪- আর-এর মধ্যবর্তী শূন্য রেখা থেকে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ পশ্চিম ধর্মদহ বিওপির টহল দল মো. রিপন আলীকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক পাচারকারী রিপন আলী বিজিবিকে জানায়, সে মাদক পাচারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। তবে তার মাদকের চালান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে।
বিজিবির তল্লাশিকালে তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একটি অবৈধ ভারতীয় মোবাইল ফোনের সিমকার্ড উদ্ধার করা হয়।
ভারতীয় চোরাকারবারিদের সাথে যোগাযোগ করার জন্য তা ব্যবহার করার কথা বিজিবির কাছে স্বীকার করেছে রিপন আলী।পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।