নিজস্ব প্রতিবেদকঃ সদ্য নিষিদ্ধ ঘোষিত হওয়া কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক এম মারিফ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার বিকাল তিনটায় হরিপুর বাইপাস থেকে তাকে গ্রেফতার করা হয়। মারিফ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তার মা শম্পা মাহমুদ হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান ছিলেন। ছাত্রলীগ নেতা মারিফের বাবা মাহমুদ হোসেন সাচ্চু জাসদ নেতা এবং হরিপুরের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তিনি দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর তার স্ত্রী ও ছোট ভাই মুস্তাক হোসেন মাসুদ রাজনীতিতে আসেন। ওই পরিবার থেকে এখন পর্যন্ত তিনজন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেহাবুর রহমান জানান আটককৃত এম মারিফ মাহমুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের
নেতা। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। নির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মারিফ গ্রেপ্তার

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৪
118 বার পড়া হয়েছে

আপনার মতামত লিখুন