ঝিনাইদহ প্রতিনিধি: মাগুরায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য নবায়নের আবেদন ফরম বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও শ্রীপুর উপজেলার সার্চ কমিটির টীম প্রধান খান হাসান ইমাম সুজা এ সদস্য নবায়ন আবেদন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ারদার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম সাবু ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম জানান, উপজেলার ৭২টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ১০০টি করে মোট ৭ হাজার ২০০টি সদস্য নবায়ন আবেদন ফরম বিতরণ করা হবে।