নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে সৌদি আরবের আকাশে দেখা মিলেছে চাঁদের। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা আসে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে সৌদি আরবে শুরু হচ্ছে মাহে রমজান।
রমজানের চাঁদ দেখা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা দিনভর অপেক্ষায় ছিলেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও শনিবার থেকে রোজা পালনের প্রস্তুতি চলছে। তবে মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ চাঁদ দেখা যায়নি। ফলে দেশগুলোতে আগামীকাল শাবান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং রোববার (২ মার্চ) থেকে শুরু হবে রোজা। মালয়েশিয়ার সরকারি কর্মকর্তা সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ এক টেলিভিশন ভাষণে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওমানের আকাশেও চাঁদের দেখা মিলেছে, তাই দেশটিতে সৌদি আরবের মতো শনিবার থেকেই রোজা পালন শুরু হবে।
বাংলাদেশের আকাশেও রমজানের চাঁদ দেখার অপেক্ষা চলছে। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে রোজা শুরুর দিন নির্ধারিত হবে।
রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা নৈকট্য অর্জনের চেষ্টা করেন মহান সৃষ্টিকর্তার। চাঁদের হিসাবের ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হবে পবিত্র এই মাসের আনুষ্ঠানিকতা।